মুন্সীগঞ্জে নূর মোহাম্মদ মডেল মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠিত  

প্রকাশ : 2026-01-17 17:13:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে নূর মোহাম্মদ মডেল মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠিত   

শিশুদের সুমধুর কন্ঠে কোরআন তেলওয়াত, হামদ,নাথ,গজল পরিবেশনের মাধ্যমে জমকালো আয়োজনের মাধ্যমে আলহাজ্ব নূর মোহাম্মদ মডেল মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ই জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীমে মাদ্রাসা প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি যোবায়ের আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নূর মোহাম্মদ মডেল মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নূর মোহাম্মদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ড. মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,যুমনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম, যমুনা ব্যাংকের সিএসএ আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তৃতারা বলেন, বর্তমান সমাজে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজের মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠেছে প্রতিনিয়ত। অমানবিক কার্যক্রম রোধ করতে ইসলামি শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি দেশ ও বিশ্বকে নেতৃত্ব দিতে আধুনিক শিক্ষার গুরুত্ব অনীস্বীকার্য। তাই আলহাজ্ব নূর মোহাম্মদ মডেল মাদ্রাসাকে একটি আধুনিক শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ছাত্র-ছাত্রীকে বর্তমান বিশ্বের উপযোগী ও আদর্শ জীবন গঠনে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলো। আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতি কল্যাণে কাজ করতে যোগ্য মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।