মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও মিছিল

প্রকাশ : 2025-03-01 16:34:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও মিছিল

মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।আজ ১লা মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।

পরে সেখানে থেকে মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেয়। পরে পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।নিখোঁজ লিখন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে।

গত ৬ ফেব্রুয়ারী ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হয়ে মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের বাড়িতে আসেন লিখন।ওইদিন রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী বাবা দুলাল হাওলাদার মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে ১৩ ফেব্রুয়ারী অপহরন মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো। তাকে ফিরত আমরা আনবো।

এ বিষয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যারা জরিত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।