মুন্সীগঞ্জে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ
প্রকাশ : 2023-07-12 15:32:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার বিকেলে বিএনপি-জামায়াত অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ ও মিছিল করা হয়েছে।
বিকেল ৪ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ চর মুক্তারপরে মোঃ রুবেল স্মৃতি সংসদ পক্ষ থেকে মোঃ রুবেলের ছোট ভাই রবিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের গণসমাবেশে অংশগ্রহন করেন। উক্ত মিছিলে মোঃবাদশা, পঞ্চম, মোঃশহিন, অপু,ফারুক, আনিস, সানি,ইয়ার হোসেন সহ পাচঁশত ছাত্রলীগে নেতা কর্মী অংশগ্রহন করেন।