মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2023-08-30 19:05:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা  করেছে। বুধবার ( ৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর  উপজেলার  সিপাহীপাড়া ও মানিকপুর  এলাকায়   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো, আব্দুস সালাম এ অভিযান পরিচালক করেন।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম জানান, সিপাহীপাড়া পাইকারী ফলের আড়ৎ  মনিটরিং কালে দেখা যায় যে,  বিভিন্ন ফলের মূল্য  তালিকা প্রদর্শন করছে না। ক্রয় -বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করছে না। মা আছিয়া ফল ভান্ডার কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে  ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং মানিকপুর এলাকায় জসিম ডাব ব্যবসায়ীকে ৫'শত টাকা জরিমানা আদায় করা হয়। মোট সাড়ে ৫ হাজার  টাকা  জরিমানা  আদায় করা হয়। এছাড়াও ডাবের পাইকারী ও খুচরা ব্যবসয়ী মনিটরিং করা হয়।  
 
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাটলিয়ন আনসার  টিম, মুন্সীগঞ্জ জেলার নিরাপদ  খাদ্য অফিসার মারুফা হক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক প্রমুখ।