মুন্সীগঞ্জে দিনমজুর স্বামীর অকাল মৃত্যুতে স্ত্রীকে আর্থিক অনুদান প্রদান শান্তি সংঘের

প্রকাশ : 2023-08-13 16:31:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে দিনমজুর স্বামীর অকাল মৃত্যুতে স্ত্রীকে আর্থিক অনুদান প্রদান শান্তি সংঘের

দুই শিশু সন্তান রেখে দুর্ঘটনায় অকালে মারা যাওয়া দিনমজুরের বিধবা স্ত্রীকে আর্থিক সহায়তা দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শান্তি সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ঘোড়দৌড় এলাকায় সংগঠনের কার্যালয়ে ওই নারীকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে আবুল হোসেন শেখ নামে এক দিনমজুর দুর্ঘটনায় মারা যান। স্বামীর অকাল মৃত্যুতে তার দুই শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েন স্ত্রী চিনু বেগম। এ প্রেক্ষাপটে লৌহজং উপজেলা শান্তি সংঘ ওই নারীর পাশে দাঁড়ায়। 
চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আসিফ খান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল ঢালী, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সালাউদ্দিন মাদবর, শফিকুল ইসলাম মাদবর, সাহাবুদ্দিন মাদবর। 

এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ হাওলাদার, ইউপি সদস্য মাসুম শেখ, সংগঠনের সহসভাপতি ইমন হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মো. শামিম শেখ, কোষাধ্যক্ষ মো. আসলাম মৃধা, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক মো. বাপ্পী, সদস্য আরমান শেখ, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. সোহেল রানা, মো. দীপু শেখ, মো. জসীম, আবদুস সালাম, মো. রফিকুল ইসলাম, মো. রতন মোল্লা, মো. মানিক শেখ, মো. জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।