মুন্সীগঞ্জে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
প্রকাশ : 2025-02-12 10:47:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
![মুন্সীগঞ্জে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু মুন্সীগঞ্জে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু](https://gramnagarbarta.com/storage/photos/1/thumbs/67ac27822220b.jpg )
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে থেমে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা যাহাবির মিয়া (১৪) নামে হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইতার দিকে টঙ্গিবাড়ী-লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এ ঘটনা ঘটে।
![](https://gramnagarbarta.com/storage/photos/1/67ac2aa962ce6.jpg)
নিহত যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিটের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। বাসের ভেতর নিহত হেলপার ঘুমিয়েছিল, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাসটিতে কোনও বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমান। তবে কেউ আগুন দিলো কিনা বা কীভাবে সূত্রপাত তার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।’
কা/আ