মুন্সীগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম  আয়োজিত 'গণশুনানি' অনুষ্ঠিত

প্রকাশ : 2022-08-25 19:20:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম  আয়োজিত 'গণশুনানি' অনুষ্ঠিত

ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহযোগিতায় ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর আয়োজনে মুন্সীগঞ্জে স্বাস্থ্য,  ভূমি, বিআরটিএ ও নির্বাচন কমিশন সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি  ও অনলাইন প্লাটফর্ম জুম এপসের মাধ্যমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সমাজের বিশিষ্ট নাগরিক,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), কামরুল হাসান। গণশুনানিতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ স্বাস্থ্য,  ভূমি,  বিআরটিএ ও নির্বাচন কমিশনের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি নিয়ে নানা দিক তুলে ধরেন ও প্রশ্ন করেন।

স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সংকট, অবকাঠামোগত দূর্বলতা,  জনবল, দুর্নীতিসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. কামরুল ইসলাম।সিএনজির ভাড়া নির্ধারণ,  আন্তঃউপজেলা পরিবহন,  বাসের ফিটনেস,  ফুটপাত দখল ও যানজট নিরসনসহ মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিআরটিএ, মুন্সীগঞ্জ এর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম তুষার।

নির্বাচন কমিশনে ভোটার আইডি কার্ড,  এর সংশোধনসহ নানাবিধ সমস্যা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাচন কমিশনার লিটন মিয়া। এছাড়া ভূমিসহ অন্যান্য দপ্তরগুলোতে ভোগান্তি ও হয়রানি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় ও মুন্সীগঞ্জ পৌরসভার  প্যানেল মেয়র সোহেল রানা ( রানু)।

গণশুনানিতে বিভিন্ন জনদুর্ভোগ সংক্রান্ত প্রশ্ন তুলে ধরেন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির নির্বাহী সম্পাদক জিতু রায়, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল,  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম,  উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক শ.ম কামাল,  বিটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি ফারহানা মির্জা, সাংবাদিক শিমুল, ব্যবসায়ী আরশ দেওয়ান,  রোভার স্কাউট মিনহাজুল ইসলাম।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফের সদস্য মোঃ জুনায়েদ এর সঞ্চালনায় গণশুনানি আয়োজনের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি খালপদা খানম। এসময় গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক হামিদা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির,  অনলাইন প্ল্যাটফর্ম জুমে গণশুনানিতে অংশ নেন সাংবাদিক কাজী বিপ্লব হাসান,   রেডি বিক্রমপুর ৯৯.২ এর স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন শিবলীসহ সমাজের সুশীল ব্যক্তিবর্গের  আরো অনেকে।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়  দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সকল দপ্তরকে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান।

বিভিন্ন দপ্তরকে আরো উন্নত ও আধুনিক সার্ভিস নিয়ে ভাবার জন্য উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া ও পদক্ষেপ নেওয়ার ব্যাপারে  আশ্বাস দেন।সভাপতি খালেদা খানমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে গণশুনানী শেষ হয়।