মুন্সীগঞ্জে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ   

প্রকাশ : 2025-11-14 18:02:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ      

মুন্সীগঞ্জে জেলার সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজন ও তত্বাবধানে ডিজিটাল মিডিয়া বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু। শুক্রবার (১৪ই নভেম্বর) সকাল ৯ টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করে।

এ প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ডিজিটাল মিডিয়া বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে মো: মিনহাজুল আবেদীন রিয়াজ, চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার বাংলা নিউজ ২৪ ডট কম, এস এম আক আরেফিন সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর প্রথম আলো, শাফাত রহমান কমিউনিকেশন বিশেষজ্ঞ ব্রাক এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ মহোদয় ডিজিটাল মিডিয়ার বিভিন্ন বিষয় ও ডিজিটাল সাংবাদিকতায় নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দিবেন। আগামীকাল ১৫ ই নভেম্বর শনিবার বিকালে সনদ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণটি সমাপ্ত হবে।