মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশ : 2024-08-28 17:57:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা

চাকুরী জাতীয়করন সহ আনসার সদস্যদের বিভিন্ন দাবীর আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীবাড়ী উপজেলার শিক্ষার্থীরা।

২৮আগস্ট (বুধবার)  দুপুর ১ টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মাঠে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা পরে হামলাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা।

মিছিল উপজেলা পরিষদের মাঠ শুরু করে উপজেলার  গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা জাহিদ হাসান, আবু বকর , ফয়সাল, আব্দুস সামাদ, আতিক, শিশির আহমেদ, আজিম শিকদার,মারিয়া আক্তার,বিনয়, নাইম,হিমেল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।

 

সান