মুন্সীগঞ্জে ছিনতাইয়ের সময় যুবদল কর্মী আটক  

প্রকাশ : 2025-04-23 17:59:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের সময় যুবদল কর্মী আটক   

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের চেষ্টা কালে বাবু মিজি ( ৩৬) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিজিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ। এ সময় বাবু মিজির ২ জন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মনির মিজির ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকার নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময় চেকপোস্টের একটু দূরে বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে। পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় বাবু মিজির সহযোগী ২ জন পালিয়ে গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।