মুন্সীগঞ্জে এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর ইন্তেকাল

প্রকাশ : 2025-11-17 14:04:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর ইন্তেকাল

সিরাজদিখান উপজেলার এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। 

মোস্তাক আহমেদ চৌধুরী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক। এছাড়া তিনি কোলা ভিলেজ পার্কের স্বত্বাধিকারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মোস্তাক আহমেদ চৌধুরী হাডে ব্লক নিয়ে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন। 

১৭ ই নভেম্বর রোজ সোমবার ভোরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিকে মোস্তাক আহমেদ চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক এড.মারুক হাসান মন্টি ও সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।