মুন্সীগঞ্জে উৎসব মুখর প‌রি‌বে‌শে বই বিতরণ

প্রকাশ : 2024-01-02 14:55:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে উৎসব মুখর প‌রি‌বে‌শে বই বিতরণ

উৎসব মুখর প‌রি‌বে‌শে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ সদর  উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় বই উৎসব বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১ জানুয়ারি) সকালে স্কুল হল রুমে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের বিতরণ  করেন,  বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ জহিরুল ইসলাম ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ।
  
বছরের প্রথম দিনে সেসব বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। আর নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

তামিম  মাহমুদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের ঘ্রাণ নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় যেয়ে পড়বো। বছরের প্রথম দিন বই দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

 ইব্রাহিম  মৃধা নামে এক শিক্ষার্থী বলেন, ‘বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। বাসায় যে নতুন বই গুলো খুলে দেখবো। নতুন বইয়ের গল্পগুলো পড়বো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম ,মোঃ আনোয়ার হোসেন, মোঃ সেলিম,সালেহা আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ উপস্হিত ছিলেন ।