মুন্সীগঞ্জে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : 2022-10-30 19:18:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন্সীগঞ্জে পালিত হয়েছে। "শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান " এই ছিল এবারের বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান।গত ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা সংসদের আয়োজনে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে গণসংগীত, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, দেশের গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা সংসদের সভাপতি শ.ম. কামাল।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কর্মকান্ডের নানা দিক তুলে ধরেন মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা (রানু), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট সুজন হায়দার জনি, মহিলা পরিষদের সভাপতি এড. নাসিমা আখতার, শিক্ষক মোঃ নাসিম।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক হামিদা খাতুন। অনুষ্ঠানে উদীচীর সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।