মুন্সীগঞ্জের সেরা ইউএনও আব্দুল আউয়াল

প্রকাশ : 2022-10-06 20:02:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের সেরা ইউএনও আব্দুল আউয়াল

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর জেলা পর্যায়ে সেরা ইউএনও (নির্বাহী কর্মকর্তা) হয়েছেন লৌহজংয়ের মো. আব্দুল আউয়াল, সেরা নারী প্রধান শিক্ষক হয়েছেন একই উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকশানা আক্তার ও সেরা সহকারী শিক্ষক হয়েছেন আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ দলিল উদ্দিন। 

গত বুধবার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। 

মো. মাসুদ ভূঁইয়া জানান, এ বছর ১৬ ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়েছে। খুব শিগগিরই এক অনুষ্ঠান আয়োজন করে নির্বাচিত সেরা ব্যক্তিদের মাঝে পদক বিতরণ করা হবে।