মুন্সীগঞ্জের সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-20 18:33:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের দাবীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির মুন্সীগঞ্জ জেলা কমিটি এক বিক্ষোভ সমাবেশ করেছে।
"দূঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, ঘুষ-দুর্নীতি লুটপাটতন্ত্র গণতন্ত্রহীনতা রুখে দাঁড়াও "এই স্লোগানকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি মুন্সিগঞ্জ জেলা কমিটি এক বিক্ষোভ সমাবেশ করে।
বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় মুন্সিগঞ্জ শহরস্থ সুপার মার্কেট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হামিদা খাতুন স ম কামাল সেলিনা আক্তার সহ আরো অনেকে।
সমাবেশে অংশগ্রহণকারীরা গ্যাসের সংকট ঘনঘন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত এবং প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মনে করেন বক্তারা।
দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য জোর দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।