মুন্সীগঞ্জের শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার

প্রকাশ : 2025-12-01 11:13:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার

মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক' (৪৬) কে আটক করেছে র‍্যাব- ১১। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল রবিবার (৩০ শে নভেম্বর) বিকালে ৪টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ টি মামলা রয়েছে।
মিল্টন মল্লিক মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে। 

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে আসামি মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় মারাত্মক অস্ত্র নিয়ে তার ক্যাডার বাহিনী নিজ এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি দেখিয়ে ত্রাশের সৃষ্টি করে। তাছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে। গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ০৭ টি তাজা ককটেল বোমা, ০২ টি সুইচ গিয়ার চাকু সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র নিজ হেফাজতে রাখে। আসামি মিল্টন মল্লিকের এই সন্ত্রাসী কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল রবিবার (৩০ শে নভেম্বর)  বিকালে ৪টা ৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা হতে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ টি মামলার দুর্ধর্ষ আসামি মিল্টন মল্লিক কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কা/আ