মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : 2023-05-08 17:11:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে । আজ [সোমবার] সকাল ১০ টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুর ২ আড়াইটা পর্যন্ত চলে। এসময় ৫১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় প্রায় ৭ একর জমি। 

অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, এস্টেট ও আইন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনসহ বিআইডব্লিউটিএ’র উর্ধতক কর্মকর্তাবৃন্দ।

পদ্মা সেতু চালু হবার পর শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র নিজস্ব জায়গায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গেড়ে উঠে। বিআইডব্লিউটিএ অবৈধ এ স্থাপনাগুলো চিহ্নিত করে। 

আজ সোমবার সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে শিমুলিয়া ঘাট এলাকায় অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি খাবার হোটেল ও বসত বাড়ির সীমানা প্রাচীরসহ ৫১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  

এসময় মাওয়া-লৌহজং সড়কের জয়বাংলা মোড় হতে শিমুলিয়া ঘাটের রাস্তার দু’পাশসহ বিআইডব্লিউটিএ’র প্রায় ৭ একর জায়গা দখল মুক্ত করে উদ্ধার করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।