মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ 

প্রকাশ : 2022-08-29 16:42:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে লৌহজং উপজেলা পরিষদে উপজেলার ১০ টি ইউনিয়নের ৭৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।