মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের বল্লাল সেনের দিঘী থেকে মূল্যবান মূর্তি উদ্ধার
প্রকাশ : 2023-03-30 14:25:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইতিহাস ঐতিহ্যের প্রাচীর জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের বল্লাল সেনের দিঘী থেকে মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে।
আজ ৩০শে মার্চ (বৃহসস্পতিবার ) সকাল ৯টা ৩০মিনিটে এই মুর্তি পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। রামপাল ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি রহমতউল্লাহ দেওয়ান মাটি কাটার সময় এই মূল্যবান মূর্তি পায় বলে জানান মাটিকাটা কাজে নিয়োজিত শ্রমিক জামাল হোসেন।
এ সময়ে রামপাল ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ কবির হোসেন, রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলি আজগর বেপারী ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারিতে জমা দেওয়ার জন্য নিয়ে যান।