মুন্সীগঞ্জের মিরেশ্বরাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ : 2022-09-22 13:43:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের মিরেশ্বরাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে  একটি সুতার কারখানা, ৩টি টিনের ঘর ও নগদ অর্থসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। আজ ২২ (সেপ্টেম্বর) রাত অনুমানিক ১টায় আগুনের  সূত্রপাত হয়।

কারখানার শ্রমিকরা জানান, মিরেশ্বরাই গ্রামের সুতা ব্যবসায়ী মোঃ বিল্লাল খানের সুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত।  রাত অনুমানিক ১টার দিকে হঠাৎ আগুন  দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ২টায় ঘটনাস্থলে পৌঁছে এবং রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, তারা রাত ২টায় আগুন লাগার খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে  ঘটনাস্থলে  পৌঁছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাকিব এর নেত্রীত্বে মুন্সীগঞ্জ ও কমলাঘাট ২ টি ইউনিটের ১ ঘন্টা প্রচেষ্টায় ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ৪টা ২০ মিনিটে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। অফিসার আব্দুর রাকিব , প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা হয়েছে এবং ৮০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।