মুন্সীগঞ্জের মিরকাদিমে অগ্নিকাণ্ডে ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই 

প্রকাশ : 2022-10-11 14:23:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের মিরকাদিমে অগ্নিকাণ্ডে ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই 

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ১নং ওয়ার্ড রিকাবী বাজার গোয়ালঘূর্ণী রোডে একটি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ও মোবাইল মেরামতের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর সোমবার  রাত ১১.১৫ মিনিটের  সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে  ১১.৩৫ মিনিটে ঘটনাস্থলে আসে এবং কমলা ঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে  আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ৯ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  দোকান মালিক নুরুল আমিন জানান, তার   দোকানের  ৭ লক্ষ টাকার  মালামাল পুরে ছাই হয়ে গেছে।