মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ইন্তেকাল

প্রকাশ : 2025-12-18 09:59:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ইন্তেকাল

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ)। বুধবার দুপুর সাড়ে ১২টার রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতালটিতে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩বছর।

শেখ লুৎফর রহমানের ছেলে টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন লুৎফর রহমান। বুধবার বাদ এশা তারা জানাজা নামাজের প্রস্তুতি রয়েছে।