মুন্সীগঞ্জের নগর কসবায় ঈদ জামাত অনুষ্ঠিত
প্রকাশ : 2022-07-10 18:18:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস সংক্রামক থেকে নিরাপদে থাকতে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবার মিজান ঈদগাঁয়ে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৭ টায় নগর কসবা মিজান ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ঈদের জামাতে ইমামতি করেন নগর কসবা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন ।
এ সময় ঈদের জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন নগর কসবা মিজান ঈদগাঁ মাঠের সভাপতি রকিব দেওয়ান , এলাকা প্রবীন শিক্ষক হোসেন মাষ্টার ,স্হানীয় সাংবাদিক মোঃলিটন মাহমুদ ,হাজি মোঃমহসিন ,মোঃহোসেন সহ এলাকার প্রায় ২ থেকে ৩ হাজার ধর্মপ্রান মুসলমান গন এই ঈদুল আযহার নামাজ আদায় করেন ।
নামাজ শেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।