মুন্সিগন্জের শ্রীনগরে হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : 2021-08-13 09:08:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে মুন্সিগন্জের শ্রীনগরের ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আলোচনা, স্মৃতিচারণ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন মাসুদ মোল্লা, সান্দ্র মোহন্ত, আব্দুর রহমান, শুভ্র সরকার, সুদীপ্ত সাহা বাঁধন প্রমুখ ৷ সভাপতিত্ব করেন মুজিব রহমান ৷
হুমায়ুন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে বইমেলা থেকে বাসায় ফেরার পথে এটমিক এনার্জি অফিসের কাছে মৌলবাদী জঙ্গিদের হামলার শিকার হন ৷ তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে৷ তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়৷ সেখান থেকে সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ তাঁকে হত্যাচেষ্টার প্রতিবাদে সারাদেশ আন্দোলনে উদ্বেলিত হয়ে উঠে ৷ সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠায় ৷ কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন ৷ এরপর পেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে তিনি গবেষণার জন্য জার্মানিতে যান ৷ সেখানে শয়ন কক্ষে ১২ আগষ্ট তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ৷
হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল শ্রীনগরের কামারগাঁও গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন ৷ তাঁর পৈত্রিক বাড়ি রাঢ়ীখাল৷ হুমায়ুন আজাদ মৃত্যুকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন ৷ তিনি ভাষাবিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেন ৷ পরবর্তীতে উপন্যাস ও কবিতা রচনায় আত্মনিয়োগ করেন ৷ তিনি ৭০ টির বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন ৷