মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক আব্দুল হাই এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
প্রকাশ : 2022-08-06 09:40:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৫ বারের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব আব্দুল হাই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
যশোর জেলা যুবদলের নেতা ধনি, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আব্দুর রহিম ও ছাত্র নেতা নূরে আলম রুহের মাগফেরাত কামনায় শুক্রবার সন্ধায় রিকাবী বাজার রামগোপালপুর এলাকায় দোয়া ও মিলাদ মাহাফিল অনষ্ঠিত হয়েছে।
মিরকাদিম পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সচিব, ওবাইদুল রহমান বকুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন পি নেতা মিজানুর রহমান মিজান, মিরকাদিম পৌর সেচ্ছাসেবক দলের আহবায়াক মোঃ ফরিদ হাসান বাবু, মিরকাদিম পৌর বিএন পি কোষাদক্ষ হাজী মোঃ আল হেলাল রয়েল, মিরকাদিম পৌর যুবদল সভাপতি মোঃ তানজুর ইসলাম সাইফুল, মিরকাদিম পৌর যুবদল সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, মিরকাদিম পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ বছির আহম্মেদ, মিরকাদিম পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ড সাধারন মোঃ আব্দুল হক রাজু, মোঃ হৃদয় সহ আরো অনেক উপস্থিত ছিলেন। পরে তাদের রোগমুক্তি ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।