মুন্সিগঞ্জ জেলায় আলু উৎপাদনের রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার প্রদর্শনি বাস্তবায়ন
প্রকাশ : 2025-03-15 18:56:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জ জেলায় আলু উৎপাদনে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ এর নির্দেশনায় উপজেলা কৃষি অফিস, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ- এর তত্ত্বাবধানে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৫ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। ২৫ টি প্রদর্শনীতে ট্রায়াল প্লটে তিনটি ভিন্ন মাত্রায় সার প্রয়োগ করা হয় এবং প্রদর্শনী-১ নামে ৮ টি প্রদর্শনী, প্রদর্শনী-২ নামে ৯ টি প্রদর্শনী ও প্রদর্শনী-৩ নামে ৮ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে প্রদর্শনী-২ এর একটি এবং প্রদর্শনী- ৩ এর একটি প্রদর্শনী পরিদর্শন করেন জনাব মোঃ শওকত ওসমান, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং জনাব বিপ্লব কুমার মোহন্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ। এ সময় প্রদর্শনীর ট্রায়াল প্লট ও কন্ট্রোল প্লটের ২০ বর্গমিটার করে জমির আলু উত্তোলনের মাধ্যমে নমুনা শস্য কর্তন করা হয়। দুইটি প্রদর্শনীর ফলন পর্যবেক্ষণ করে দেখা যায় ট্রায়াল প্লটে আলুর ফলন কৃষক প্লটের তুলনায় অধিক হয়েছে। নমুনা শস্য কর্তন শেষে মোঃ শওকত ওসমান, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মাঠে উপস্থিত কৃষকদেরকে আলু চাষে সুষম সারের ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেন এবং আলুতে সারের যৌক্তিক ব্যবহারের ক্ষেত্রে প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকের যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা আশেপাশে কৃষকদের অবহিত করার পরামর্শ প্রদান করেন। মাঠে তিনটি ভিন্ন মাত্রার সারের পরিমান ব্যবহার করে প্রতি ৫ শতক জায়গায় পরীক্ষা প্লট স্থাপন করা হয়েছিল। কৃষকের সাধারন সার ব্যবহারের তুলনায় প্রতি প্লটে ১০-১৫ কেজি সার কম ব্যবহার করা হয়েছিল। প্রদশর্নী প্লট ৩ এর ফলাফল খুবই ভালো হয়েছে যেখানে ইউরিয়া সার দেওয়া হয়েছিল ৮.৭৫ কেজি, ডিএপি - ৫ কেজি এবং পটাশ সার ৭.৫ কেজি প্রতি ৫ শতক জায়গার জন্য। প্রতিটি প্লটেই কৃষক প্লটের তুলনায় কম সার ব্যবহার করে ফলন বেশী পাওয়া যায়। মাঠ পরিদর্শনে আমন্ত্রিত অতিথিদেরকে সার্বিক সহযোগিতা করেন জনাব জয়নুল আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ; কৃষিবিদ জনাব মোঃ ইমতিয়াজ জাহান খাঁন, কৃষি সম্প্রসারণ অফিসার, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ ; জনাব মোঃ রিয়াজুল ইসলাম সিয়াম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা , কামাড়খাড়া, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ এবং জনাব মোঃ মাহবুব উল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ধীপুর, টংগিবাড়ী ।