মুন্সিগঞ্জে বিভিন্ন স্কুলে বই উৎসব

প্রকাশ : 2024-01-01 16:57:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সিগঞ্জে বিভিন্ন স্কুলে বই উৎসব

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ১২টি উচ্চ  মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে দেড় লাখ নতুন বই ও ৭২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার নতুন বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো জাকির হোসেন। 

সোমবার দুপুরে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরন অনুষ্ঠানে বিদ্যালয় পিরচালনা পরিষদের সভাপতি বি.এম শোয়েব সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতুর্জা আহসান, অভিভাবক প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র প্রমুখ।

 

সান