মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারের দূর্ঘটনায় নিহতের সঙ্খ্যা বেড়ে ৮ জন

প্রকাশ : 2023-08-06 12:22:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারের দূর্ঘটনায় নিহতের সঙ্খ্যা বেড়ে ৮ জন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডহরী-তালতলা গৌরগঞ্জ খালে পিকনিকের ট্রলার ও বাল্কহেডে সংঘর্ষে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের আরো কয়েকজন নিখোঁজ ও ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাট স্থানে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েক জন নিখোঁজের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ওই স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে সাত জনের মরদেহ উদ্বার করা হয় । তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন শিশু রয়েছে। তবে এই ঘটনায় এখনো কয়েক জন নিখোঁজ রয়েছে বলে দাবি ডুবে যাওয়া ট্রলার যাত্রীদের। এছাড়াও আহত ৪ জনকে টঙ্গীবাড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসি ও প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত ট্রলারটি বালুবাহী বাল্ক হেডের ভিতরে ঢুকে রয়েছে পানির নিচে। ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে নিজ এলাকা লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠী গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাএী ছিলো বলে জানা যায় ।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ডা. মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনা স্থলে ছুটে যাই এবং দুঘটনায় কবলিত ট্রলারটি উদ্ধার কাজ চালাচ্ছি এবং বিষয়টি নিয়ে দতন্ত চলছে ।