মুন্সিগঞ্জে অসহায় জেলেদের মাঝে জাল বিতরণ
প্রকাশ : 2025-11-19 16:58:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মেঘনা নদীতে অসহায় জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়। আজ (বুধবার) সকাল ১১ টায় মেঘনা নদীতে গিয়ে জেলেদের মাঝে জকি জাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির গজারিয়া উপজেলার সাবেক সভাপতি এ, কে,এম, গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ভি,পি মাসুম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মান্নান মিয়াজী সহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।