মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

প্রকাশ : 2022-02-15 13:30:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শুভ উদ্বোধন করা হয় । 

সোমবার বেলা ১১ টায় চর ডুমুরিয়া বাজারে ফিতা কেটে এই আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ফরহাদ খান। 

ব্র্যাক ব্যাংকের মুন্সিগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ব্র্যাক ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। গ্রাহকদের চাহিদার সুবিধার্থে আধুনিক ব্যাংকিং সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগকে ইউনিয়নবাসী সাধুবাদ জানান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ফরহাদ খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির স্টাফ রিপোর্টার শাহনাজ বেগম। মোঃ স্বপন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি সোহেল রানা মাদবর,  মোল্লাকান্দি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ রতনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।