মুন্সিগঞ্জের বিনোদপুরে বিজ্ঞানের শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের জামিন শুনানি পিছিয়েছে
প্রকাশ : 2022-04-06 20:06:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জে বিজ্ঞান ক্লাসে ধর্ম অবমাননার অভিযোগে আটক শিক্ষক হৃদয় মন্ডলের মামলার জামিন শুনানি পিছিয়ে ১০ এপ্রিল ধার্য করেছেন আদালত। গত ৪ এপ্রিল মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ফৌজদারি মিস মামলা দায়ের করেন তার আইনজীবী। সেদিন মামলাটিতে আসামির জামিন শুনানি আগামী ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে ক্লাস চলাকালে ধর্ম অবমাননার মামলায় গত ২২ মার্চ আটক করা হয় বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয় মন্ডলকে। ২৩ মার্চ তাকে আদালতে সোপর্দ করলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করে আদালত। পরে গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এ আসামির জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। পরে আসামির জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে তার আইনজীবী মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ফৌজদারি মিস মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনাটির পর থেকে শিক্ষকের পরিবার নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে দাবি করেছেন হৃদয় মন্ডলের স্ত্রীর ববিতা হাওলাদার।
প্রসঙ্গত, গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মন্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করে। ওইসব কথোপকথনে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। পরে ২২ মার্চ বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নেয়া হয়। ২২ মার্চ একইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে আটক ও আদালতে সোপর্দ করা হয়।