মুখোশ - সপ্তিকা চক্রবর্তী

প্রকাশ : 2024-05-15 11:54:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুখোশ - সপ্তিকা চক্রবর্তী

মুখোশ
সপ্তিকা চক্রবর্তী
একালে সকাল হয় জগতের দ্বারে,
বয়সের ভার নাই যাচ্ছে ওপাড়ে।
বিস্তার করিতেছে পাপ নামের গুরু।
এসেছে যুগের হাওয়া ,শেষ কলি শুরু।
মন্দেরই বড় গুন সত্যেরই সাজা,
বাঁশ দেয় অন্যেরে ,সেই মহারাজা।
পরনে কাপড় যার নিন্দায় তারে,
নিজে করে দোষ দেয়,অন্যের ঘাড়ে।
চাপায় নিজের পাপ ,ভুল ত্রুটি যতো,
অপরের দোষ গুনে কানকথা কতো।
অধর্মের বানী মুখে, ধর্ম না জেনে,
ছিটেফোঁটা সংলাপ নিজে নাহি মানে।
অন্যের গুনে নাই হিংসার শেষ,
চরিত্র লুকিয়ে পড়ে ,ভদ্রের বেশ।
ফাঁসায় যে সৎ লোকরে ,দেয় নির্বাসনে,
সামনে মুখোশ পরা, মুখটা গোপনে।

 

সান