মুক্তিযোদ্ধার কবরের জায়গা ও জমি দখলের অভিযোগ
প্রকাশ : 2022-03-14 19:50:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুক্তিযোদ্ধার বসতভিটা ও কবরের জায়গা দখলের অভিযোগ উঠেছেমুক্তিযোদ্ধার বসতভিটা ও কবরের জায়গা দখলের অভিযোগ উঠেছে । মোংলায় প্রয়াত এক মুক্তিযোদ্ধার ৪৯ শতক জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকি দখলদাররা উপজেলার দক্ষিণ চিলায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের কবরের জায়গাও বিলীন করে দখলে নিয়েছেন। এ অবস্থায় মুক্তিযোদ্ধার চার মেয়ে অসহায় হয়ে বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
রবিবার (১৩ মার্চ) থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধার দুই মেয়ে সালমা আক্তার ডালিয়া ও জয়নব বেগম। অভিযোগে বলা হয়- উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান অসুস্থতার কারণে ২০০৩ সালে মারা যান। এক স্ত্রী ও চার কন্যার সঙ্গে রেখে যান বসতভিটার ৪৯ শতক জমি। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধার চার মেয়েই বিবাহিত। তারা থাকেন শ্বশুর বাড়িতে। এই সুযোগে প্রতিবেশী মৃত হাসেম আলীর ছেলে মোজাহার আলী খান ও মতিয়ার রহমান, মৃত ছবেদ আলী খানের ছেলে সাইদুর রহমান এবং স্থানীয় আলকাচের স্ত্রী হাফিজা বেগম ও নুনু জমাদ্দারের স্ত্রী হাজেরা বেগম জোর করে জায়গা ঘিরে দখলে নেয়। তারা প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের শেষ চিহ্ন কবরটাও বিলীন করে সেই জায়গাও দখলে নিয়েছেন। শনিবার (১২ মার্চ) বাবার কবরে মুক্তিযোদ্ধা সংবলিত ব্যানার দিলে সেটিও নষ্ট করে দখলদাররা। ঘটনার প্রতিবাদ করায় প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে সালমা ও জয়নাবকে মারার জন্য তেড়ে আসে দখলকারীরা।
এ বিষয়ে মোজাহার আলী ও হাফিজা বেগম বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের কোনও জমি নেই। যা ছিল আগেই তিনি আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। তবে এর কোনও দলিল তারা দেখাতে পারেননি।
চিলা ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট দলিলের কাগজ দেখে জানা যায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের ৪৯ শতক জমি আছে। তার কোনও ছেলে নাই। পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিক তার চার কন্যা সালমা, আসমা, জয়নব ও মানসুরা। কিন্তু বিয়ে হওয়ায় তারা বর্তমানে বিভিন্ন জায়গায় থাকেন। এই সুযোগে দখলদাররা কৌশলে জমি দখলে নেওয়ার পায়তারা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের জমি দখলের একটা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে এর তদন্ত করতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।
সালমা আক্তার ও জয়নব বেগম বলেন, পৈত্রিক সূত্রে মোংলা উপজেলার চিলা মৌজায় ৮০ ও ৮১ খতিয়ানের মোট ৪৯ শতক জমি আমরা পেয়েছি। কিন্তু বাবা মারা যাওয়ার পর দখলে যেতে পারিনি। প্রতিবেশী সাইদুর, মোজাহার, মতিয়ার, হাফিজা এবং হাজেরা জবর দখল করে রেখেছেন। এ নিয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তারা।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।