মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের মানুষ
প্রকাশ : 2025-07-22 18:16:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের দুই পাশের্^ রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ। রাস্তার কাজ করার সময় ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার নিচে পানি প্রবাহের জন্য কালভার্ট নির্মান না করে রাস্তার কাজ করে। রাস্তায় কালভার্ট নির্মানের দাবীতে মঙ্গলবার মীরবাগ বাস স্টান্ডে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের কৃষক ও সাধারণ মানুষ।
সরেজমিনে মীরবাগে গিয়ে অবরোধকারীদের কাছ থেকে জানাগেছে মীরবাগ স্টান্ড থেকে ৫০০গজ পশ্চিমে আগের রাস্তায় পানি প্রবাহের জন্য কালভার্ট আছে, কিন্তু রাস্তা প্রশস্তকরনের কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্ট বর্ধিত না করে বন্ধকরে দেয়। কালভার্ট বন্ধ করে দেয়ায় ধর্মেশ^র ও রামচন্দ্রপুর গ্রামের শতশত একর জমি জলাবদ্ধতার কবলে পরে। আগের কালভার্টের সাথে যুক্ত করে কালভার্ট নিমার্নের জন্য প্রশাসনের কাছে দাবী জানালেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় কৃষকরে জমির ফসল ও জলাবদ্ধা নিরশনে কৃষক ও এলাকবাসী রাস্তা অবরোধ করেন। অরোধে মীরবাগ ধর্মেশ^র ও রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ও চাষিরা অংশ গ্রহন করেন। তারা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ১৫মিনিট অবরোধ করে রাখে। অবরোধে রাস্তার দুই পাশের্^ যানবাহনের দীর্ঘ লাইন তৈরী হয়। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। এরপর কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় সুধীজনের সাথে আলোচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে কালভার্ট নির্মানের ব্যবস্থার ও সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে নেয়। চাষিদের দাবি জমির পানি নিস্কাশনের জন্য কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারা পুনরায় রাস্তা অবরোধসহ বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলো ঘোষনা করেন।