মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন সময়ের খবরের শোহান
প্রকাশ : 2022-09-21 19:19:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে জন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করায় একশন এইড-বাঁধন মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন দৈনিক সময়ের খবরের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস শোহান। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সনদ ও পুরুস্কার তুলে দেন। “সরকারি চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ চান মেরিন ডিপ্লোমাধারীরা” এবং “বাগেরহাটে প্রাসঙ্গিক ও যুগপযোগী কারিগরি শিক্ষার অভাবে বাড়ছে বেকারত্ব” শিরোনামে সংবাদ প্রকাশ তাকে এ ফেলোশিপের জন্য মনোনীত করা হয়। একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা যৌথ ভাবে এই ফেলোশীপের আয়োজন করে।
এসএস শোহান ছাড়াও বাগেরহাট থেকে আরো দুই সংবাদকর্মীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারা হলেন ঢাকা পোস্টের বাগেরহাট এর জেলা প্রতিনিধি তানজীম আহমেদ ও স্থানীয় সংবাদকর্মী লায়লা সুলতানা। এছাড়া চার সংবাদকর্মীকে সন্মাননা সনদ প্রদান করা হয়।
সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জণ সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম, সাংবাদিক ইয়ামিন আলী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের সহ সভাপতি ফরিদা রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাগেরহাট অ লের এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি ওবায়েদুল্লাহ আল ইমন, এফোরটি প্রকল্পের সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলামসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক ও এক্টিভিস্তা বাগেরহাটের সদস্যরা উপস্থিত ছিলেন।