মায়া এক মিথ্যা শব্দ

প্রকাশ : 2021-12-02 10:00:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মায়া এক মিথ্যা শব্দ

সাইফুল ভূঁইয়া
-----------------------


পাখিদের মৃত্যু রাষ্ট্রের গোপনীয় বিষয়
চেনা-জানা কতো পাখি আসেনি ফিরে!
তবুও আজ হদিস চাই এক অস্থির জোনাকির
যে আমাকে নিয়ে এসেছে পথ দেখিয়ে।

কে রাখে জোনাকির খবর? কোন্ দপ্তর!  
কতো জোনাকি নগর ছেড়েছে, ছেড়েছে অমাবস্যা! 
এতো আলো ভালো লাগে না।
চলো, অন্ধকারের মাঠে...

সুখী-নারীর ছদ্মবেশ রেখে
নেমে এসো এই অক্ষিপল্লবে…
আমার অক্ষিপল্লব পাখিদের বৃদ্ধাশ্রম
জোনাকির অন্ধকারের মাঠ।

যাদের বলেছি-
তোমার জন্য মায়া হয়। ভুল বলেছি। 
প্রকৃতপক্ষে বলতে চেয়েছি-
আমাকে মায়া করো।

যে দেশে মাঠে থাকে না অন্ধকার
জোনাকির মুখে থাকে না হাসি।
সেদেশে “মায়া” এক মিথ্যা শব্দ।