মাস্ক পড়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, মোটরসাইকেল শোডাউন

প্রকাশ : 2025-12-13 16:25:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাস্ক পড়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, মোটরসাইকেল শোডাউন

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় মুখে মাস্ক পড়ে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলও করেন তারা। 

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জেলার সদর উপজেলার সমাদ্দার থেকে মস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী ৩টি স্থানে গাছ ফেলে এ অবরোধ করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে যায় দূরপাল্লার যানবাহন। যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও চালকরা। পরে সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখান করার দাবিতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মস্তফাপুর বড়ব্রিজের মাঝামাঝি অন্তত ৩টি স্থানে ৮ থেকে ৯ গাছ ফেলে অবরোধ করা হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দিনের প্রথম প্রহরেই ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন এবং সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।