মাস্ক না পড়ায় জরিমানা 

প্রকাশ : 2022-01-24 18:15:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাস্ক না পড়ায় জরিমানা 

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে বগুড়ার আদমদীঘিতে মাস্ক না পড়ার কারণে বেশ কয়েকজন পথচারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টায় উপজেলার ষ্টেশন রোড এলাকায় করোনা সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল আরোহী সহ ও বেশ কয়েকজন পথচারী মাস্ক ব্যবহার না করায় তাদের কাছ থেকে ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।