মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন

প্রকাশ : 2025-08-11 18:11:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন

মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার বিকেলে সিরাজদিখানের নাজমা সৌম্যের বাড়িতে মাসিক বিক্রমপুর নতুন করে প্রকাশনার ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, লৌহজং প্রতিনিধি আসাদুজ্জামান নবিন, সাংবাদিক মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি ঝিকুট ফাউন্ডেশনের সদস্য আসিফ বাঁধনসহ সাংবাদিক, সংগঠক, লেখক প্রমুখ।