মাসব্যাপি তারুণ্যের উৎসব উপলক্ষে পঞ্চগড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রকাশ : 2025-01-21 16:42:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাসব্যাপি তারুণ্যের উৎসব উপলক্ষে পঞ্চগড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

পঞ্চড়ে মাসব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গরিব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক সাবেত আলী স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। দিনভর স্বাস্থ্য ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা নেন। 

দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালের সহযোগিতায় জেলা প্রশাসন দিনভর এই স্বাস্থ্যসেবার আয়োজন করে। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডায়াবেটিক পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ কয়েকশো রোগীকে চোখের নানা রকম চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে চশমা, ওষুধসহ চোখ অপারেশনের ব্যবস্থা করা বিনামূল্যে। 

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী, সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।