মার্চের ফিফা উইন্ডোতে হামজাকে ক্যাম্পে পাওয়ার আশা কোচ কাবরেরার

প্রকাশ : 2025-01-21 16:17:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মার্চের ফিফা উইন্ডোতে হামজাকে ক্যাম্পে পাওয়ার আশা কোচ কাবরেরার

ভারতের বিপক্ষে ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় চান বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ এশিয়ান কাপের বাছাই শুরুর আগে চার সপ্তাহ প্রস্তুতি নিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। নিবিড় অনুশীলনের জন্য অতীতের মতো এবারও ক্যাম্প করতে চান সৌদি আরবে। তবে সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে কবে পাওয়া যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

আগামী ফিফা উইন্ডোতে ২২ থেকে ৩০ মার্চ সময় আন্তর্জাতিক ম্যাচের। কাবরেরার মনে করছেন, ফিফা উইন্ডো শুরু হলে লেস্টার সিটি হামজাকে ছাড়বে এবং তখন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার যোগ দিবেন ভারত ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে।

“ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই আমি। আশা করি ফেব্রুয়ারিতে। আসলে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয়, কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলেই এ বিষয় জানি না। তবে, সম্ভবত ফিফা উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।”

এ মুহূর্তে কাবরেরার চিন্তার জায়গা একটাই- আসছে বাছাইয়ে ভালো কিছু পাওয়া। ভারত ছাড়া ‘সি’ গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও হংকং এগিয়ে বাংলাদেশের চেয়ে। বাছাইয়ের পথচলা কঠিন হবে, মানছেন এই স্প্যানিশ কোচও। তবে, নিজেদের সেরাটা দিতে পারলে প্রাপ্তির উচ্ছ্বাস সঙ্গী হবে বলে বিশ্বাস তার।

ভারতের বিপক্ষে ২৫ মার্চ প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ খেলতে পারে শিলংয়ে। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা কঠিন হবে বলে মনে হচ্ছে না কাবরেরার। এই স্প্যানিশ কোচ বরং গুরুত্ব দিচ্ছেন, সৌদি আরবে গিয়ে নিবিড় প্রস্তুতি নেওয়ার দিকে।

“হ্যাঁ, ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা, যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল।”

দোদুল্যমানতার অবসান ঘটিয়ে কদিন আগে কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঝের সময়ে বিগত দিনের কোচিং স্টাফদের নিয়েই চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন কাবরেরা। সেখানে স্থানীয় অনেকের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে।

বিশেষ করে, বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন লিগের প্রথম পর্বের আট ম্যাচে পাঁচ গোল করেছেন। জাতীয় দলের আক্রমণভাগের মূল অস্ত্র রাকিব হোসেন ক্লাবের হয়ে জালের দেখা পেয়েছেন চার বার। উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত প্রবলভাবে দিয়েছেন দুই গোল করে। তরুণ মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভার গোল ৩টি করে।

চলতি লিগে চমক দেখাচ্ছে মোহামেডান। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাদাকালো জার্সিধারীরা। বিদেশি ফুটবলার ছাড়াই আলো ছড়াচ্ছে আবাহনী, ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। লিগ টেবিলে শিরোপাধারী বসুন্ধরা কিংসের ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকাটা কাবরেরা দেখছেন ঘরোয়া ফুটবলে বাকবদল হিসেবে।

“স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়ার ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। আমি বিশ্বাস করি, তারা যথেষ্ট ভালো করেছে।”

“আবাহনী পুরোপুরি স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলছে। লিগ টেবিলে শীর্ষে আছে মোহামেডান, যেটা আমি মনে করি, বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। এটা ঠিক যে, এখানকার ফুটবল বাকবদলের মধ্য দিয়ে যাচ্ছে, বসুন্ধরা কিংসের পারফরম্যান্সের মান কমেছে, তা সত্ত্বেও স্থানীয় ফুটবলাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।”