মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে কমলা হ্যারিস!
প্রকাশ : 2021-11-20 10:01:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২৫০ বছরে প্রথমাবারের মতো কোনো নারী মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে চলছেন। শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় কোলনোস্কোপি করার জন্য কিছুক্ষণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যানাসথেসিয়ার প্রভাবে অচেতন থাকবেন। এ সময় কমলা হ্যারিস বাইডেনের দায়িত্ব পালন করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাইডেন। ৭৯ তম জন্মদিনের প্রাক্কালে শুক্রবার ওয়াশিংটনের উপকন্ঠে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে যান। হোয়াইট হাউস বাইডেনের এই স্বাস্থ্য পরীক্ষাকে তার ‘বার্ষিক রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ বলে জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাইডেন এই প্রথম স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।
বাইডেনের অনুপস্থিতিতে মার্কিন সশস্ত্র বাহিনী এবং পারমাণবিক অস্ত্র অস্ত্রাগারের দায়িত্বও কমলার কাছে থাকবে। এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, প্রেসিডেন্ট বাইডেন অ্যানাসথেসিয়ার প্রভাবে অচেতন থাকার সময় কমলা হ্যারিসকে দায়িত্ব দেবেন। ওই সময় ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট উইংসে তার অফিস থেকেই কাজ করবেন।