মার্কিন আচরণে হতাশ তাজিকিস্তানে আটক আফগান পাইলটেরা

প্রকাশ : 2021-11-09 07:45:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মার্কিন আচরণে হতাশ তাজিকিস্তানে আটক আফগান পাইলটেরা

তাজিকিস্তানে আটক আফগান পাইলট ও কো-পাইলটদের মুক্তির বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এ অভিযোগ করেছেন আটক পাইলটদের কয়েকজন। মার্কিন আচরণে তারা হতাশা প্রকাশ করেছেন।

একজন পাইলট মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, মার্কিন সরকার সহযোগিতা করবে এ আশায় তারা তাজিকিস্তানে পালিয়ে গেলেও বাস্তবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি তারা।

আফগান পাইলটদের প্রশিক্ষণ কাজে সহযোগিতাকারী প্রশিক্ষক জেনারেল ডেভিড হিক্স বলেছেন, তিনি বুঝতে পেরেছেন আটক আফগান পাইলটদের মুক্ত করার বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা নেই।

তাজিকিস্তানে পালিয়ে যাওয়া প্রায় দেড়শ' পাইলটকে আটক করে রেখেছে তাজিক নিরাপত্তা বাহিনী। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল।

তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে বলেও জানা  গেছে।

তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে।  আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিক সরকারের দাবি তারা গত ১৫ বছরে ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে।