মার্কা দেখে নয় যে আপনাদের কথা শুনতে প্রস্তুত তাকে ভোট দিয়ে নির্বাচন করবেন: সারজিস আলম

প্রকাশ : 2024-09-14 11:48:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মার্কা দেখে নয় যে আপনাদের কথা শুনতে প্রস্তুত তাকে ভোট দিয়ে নির্বাচন করবেন: সারজিস আলম

কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যে আপনাদের কথা শুনবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, জবাবদিহী করার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। একাটা জিনিস মনে রাখুন, দল আর মারকা দেখার সময় শেষ। এখন সময়যোগ্যতা দেখার।তিনি বলেন, পঞ্চগড়-১ আসন দেশের এক নম্বর আসন। পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে সামনে থেকে বসে থাকা ভাই বোনদের সংসদে পলিসি মেকিং এ দেখতে চাই। সংসদে তাদের এমপি, মন্ত্রী,রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শহীদপরিবারের সাথে সাক্ষাত, দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের বিরুদ্ধেছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পঞ্চগড়বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে মতবিনিময় সভায় কেন্দ্রিয়সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান,তরিকুল ইসলাম, আবু সাঈদ লিওন বক্তব্য দেন। এতে জেলার বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, মোকাদ্দেছুর রহমান সান, আতিকুররহমান আতিকসহ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের বাবা মায়েদের উদ্দেশ্য করে সারজিস আলম বলেন,আপনাদের সন্তানদের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন না দেখিয়েতাদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, নাহলে একজনযোগ্য, মেধাবী, সৎ, ন্যায়পরায়ন রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন।তিনি বলেন, হাজার ছাত্র জনতা শহীদের বিনিময়ে যে স্বাধীনতাআমরা অর্জন করেছি, কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকেযেকোন রুপে আকড়ে ধরার, থাবা দেওয়ার চেষ্টা করে তাহলে সেইশকুনকে পঞ্চগড় থেকে শুরু করে সেই ছাত্র জনতা একসাথে এক সাথেউপড়ে ফেলতে হবে, ছিড়ে ফেলতে হবে।তিনি বলেন, পঞ্চগড় নিয়ে কোন প্রকার বৈষম্য করা হলে ভারত, নেপাল ওভুটানের সাথে বাংলাদেশের সাথে সড়কপথে যোগাযোগের একমাত্রস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা বন্ধ করে দেওয়ার হুমকি দেনতিনি।তিনি বলেন, বিভিন্ন সীমান্ত এলাকার মানুষকে বিএসএফের গুলিতেমরতে হয়। কোন গুলির বিচার ফ্যসিস্ট হাসিনা করতে পারেনি। যারা এই বিচার করতে দেয়নি। যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেধেছিল, তাদের বিচার করতে হবে।