মারেলগঞ্জে কৃষক পরিবারের যাতায়েতের পথ বন্ধ: ৮ দিন ধরে মানবেতর জীবন    

প্রকাশ : 2024-08-13 19:41:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মারেলগঞ্জে কৃষক পরিবারের যাতায়েতের পথ বন্ধ: ৮ দিন ধরে মানবেতর জীবন    

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি কৃষক পরিবারের বসত বাড়ির সামনে ঘেড়া বেড়া দিয়ে যাতায়েত পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। ৮দিন ধরে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। ভূক্তভোগী কৃষক পরিবারটি উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।  

 জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মৃত. হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কৃষক মনির হাওলাদারের বসতবাড়িতে ঘটনারদিন গত মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী একই গ্রামের হারুন হাওলাদার ও দুলাল হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ওই কৃষকের বসতবাড়ির প্রবেশের মূল ফটকের গেট ভাংচুর, গাছপালা কেটে চলাচলের পথে ঘেড়া বেড়া দিয়ে বসতবাড়ির জমির কিছু অংশ দখলে নেয়। গত মঙ্গলবার থেকে ৮দিন ধরে ওই পরিবারের সদস্যরা বিকল্প পথে ঘরের বাহিরে বের হতে হচ্ছে। 
  
ক্ষতিগ্রস্ত কৃষক মনির হাওলাদার ও তার স্ত্রী লাইজু বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, স্বাধীনের অনেক আগে থেকেই বাপ-দাদা এ ভিটে মাটিতে বসবাস করেছেন। পৈত্রিক ও ক্রয় সূত্রে ৮৩ শতক জমিতে আমরাও ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছি। সরকার পরিবর্তনের পর হঠাৎ করে প্রতিপক্ষ তার লোকজন নিয়ে এসে ঘেড়া বেড়া দিয়ে যাতায়েতের পথ বন্ধ করে দিয়েছে। ১৫দিন সময় বেধে দিয়েছে বসতঘর পাকা ভবন ভেঙ্গে নিতে। গত ৮ দিন ধরে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় মানবেতন জীবনযাপন করছি। বড় ছেলে ৯বম শ্রেনীর মাদ্রাসা ছাত্র রাজু হোসেন রিয়াদ ও ছোট ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র সাজ্জাদ তাদের স্কুল ও মাদ্রাসা যেতে অনেক কষ্টে বেড়ার মধ্যে থেকে বের হতে হয়। বৃদ্ধ মাতা পরিবার পরিজন নিয়ে প্রতিটি রাত এখন আতংকে পার করতে হচ্ছে আমাদের। কার কাছে বিচার দিবো?। এ ঘটনার পর থেকে থানায় ফোন দিলেও ফোন রিসিভ করছে না। এ ঘটনার প্রশাসনের কাছে বিচার চাই।  
    
এ বিষয়ে হারুন হাওলাদারের সাথে ০১৭১৬-৫৩১৭৯৩ মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।