মা’রিব প্রদেশের আরো একটি জেলা শহর মুক্ত করল ইয়েমেনি সেনারা

প্রকাশ : 2021-10-27 07:46:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মা’রিব প্রদেশের আরো একটি জেলা শহর মুক্ত করল ইয়েমেনি সেনারা

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের একটি জেলা শহর মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির হুথি আনসরারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। শহর মুক্ত করার লড়াইয়ের সময় সংঘর্ষে কয়েক ডজন সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, ইয়েমেনি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে টিকতে না পেরে শত শত সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে।

ইয়েমেনের স্থানীয় বহু সূত্র ও গণমাধ্যম জানিয়েছে, বড় রকমের সংঘর্ষের পর ইয়েমেনি সেনারা আজ (মঙ্গলবার) আল-জুবা এলাকার রাজধানী আল-জাদিদ মুক্ত করতে সক্ষম হয়। শহরটি দখলের পর সেখানকার কেন্দ্রস্থল, সরকারি ভবন এবং ভাড়াটে সন্ত্রাসীদের ক্যাম্পগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ৪৮ ঘণ্টা সময় লাগে।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশনর চ্যানেল আল-আলম বলেছে, আল-জাদিদ শহর মুক্ত করার মধ্যদিয়ে হুথি বাহিনী নিজেদেরকে প্রদেশিক রাজধানী দখল করার ক্ষেত্রে একেবারে নিকটবর্তী করে ফেলেছে।  

আল-আলম টেলিভিশন চ্যানেল বলেছে, মা’রিব শহর থেকে মাত্র সামান্য দূরে রয়েছে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা।