মামার ঘেরে মাছ চুরি দেখে ফেলায় পাহারাদারকে হত্যা
প্রকাশ : 2022-09-21 19:29:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে মৎস্য ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে হত্যার ঘটনায় ঘের মালিকের ভাগ্নে অটো চালক আব্দুল্লাহ হাওলাদার (২৮)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ আব্দুল্লাহকে আটক করে। মামার ঘেরের মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ এমনটি শিকার করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।
আটক আব্দুল্লাহ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকার আতাহার হাওলাদারের ছেলে। ঘের মালিক শওকত আলীর ভাগ্নে। মামলা দায়ের পূর্বক আব্দুল্লাহকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। আব্দুর রাজ্জাক শেখ (৪৫) বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে পাহারাদার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন আব্দুল্লাহ ওই ঘের থেকে মাছ চুরি করতে যায়। চুরির বিষয়টি আব্দুর রাজ্জাক শেখ দেখে ফেলায়, আব্দুল্লাহ রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা আব্দুর রাজ্জাক শেখের মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তি সোমবার রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারার জন্য ঘেরে এসেছিলেন। আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।