মানুষেরা সব গেলো কোথায় 

প্রকাশ : 2021-08-18 11:37:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মানুষেরা সব গেলো কোথায় 

গোলাম কবির
-----------------------

 মাঝে মাঝে মনে হয় এ শহরের
 আমি যেনো একদমই কেউ নই!
একে আমি চিনি না, এর সাথে 
 আমার কোনো রকম সম্পর্ক আছে 
 বলে মনে করতে ভয় ও লজ্জা পায় ভীষণ!
 কখনো মনে হয় পালিয়ে যাই দূরে কোথাও!
 কিন্তু পালাবো কোথায়
 সিদ্ধান্তে আসতে পারিনি কখনো! কারণ?
 এর বিপরীত কিছু তো দেখিনা কোথাও!  
 এক একবার মনে হয় একদিন রাঙা সকালে
 ঘুম ভেঙে দিল্লী জামে মসজিদের সিঁড়ির
 নীচের সারমাদ শহীদের মতো এই জগত
 সংসারের সবকিছুকে অস্বীকার করে 
 যা থাকে কপালে বলে বসে পড়ি 
 নাঙা শরীরে, পাশেই  থাকুক না হয় 
 পরিধেয় বস্ত্রাদি! তারপর সেই বস্ত্রের নীচে
 লুকানো থাকবে এই শহরের মানুষের লোভ, হিংসা, ইর্ষা, 
 পরার্থ হরণের যাবতীয় হিসাব নিকাশ, 
 ধর্ষকামীতা, এবং মুখোশের আড়ালে 
  লুকিয়ে থাকা মানুষের আসল স্বরূপ! 
 ওরা আমায় নাঙা থাকার কারণ
 জিজ্ঞাসা করলে নির্দ্বিধায় বলে দেবো ,
 মানুষ কোথায়, যে তার সামনে পোশাক
 পরতে হবে! আমি তো দেখি এরা সব
 সারমেয় অথবা বরাহ আমারই মতো!
 তবে মানুষেরা সব গেলো কোথায়?