মানসিক ভারসাম্যহীন রোগী নিয়ে বিপাকে কাউনিয়া হাসপাতাল কর্তৃপক্ষ
প্রকাশ : 2022-03-07 19:46:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় মানসিক ভারসাম্য হীন এক বৃদ্ধ রোগী নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ নার্স নাসরীন আক্তার এর কাছে জানাগেছে, গত ২৬ ফেব্রুয়ারী বিকালে এক ব্যক্তি অটোরিক্সা যোগে ওই বৃদ্ধ কে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। দীর্ঘ ১০ দিন ধরে নিবিড় পরিচর্যা ও ঔষধ পত্র এবং চিকিৎসা করে বৃদ্ধ কে কিছুটা সারিয়ে তোলা হয়েছে। ওই বৃদ্ধের জ্ঞান ফিরলে তার নিজের নাম ইঞ্জিনিয়ার আলী মাহবুব, পিতার নাম ওয়াজেদ আলী, বাড়ী রংপুর মহানগরের ধাপ এলাকায় ল্যাব এইড হাসপাতালের পার্শ্বে মসজিদ সংলগ্ন বলে জানান।
চিকিৎসাধীন ওই বৃদ্ধ আরো জানান তার ২ছেলে রয়েছে তারা ঢাকায় থাকে। ওই বৃদ্ধ পিডিবি সংস্থায় চাকুরী করতেন বলে জানায়। আর কোন কিছুই মনে করতে পারছেন না ওই বৃদ্ধ রোগী। ওই বৃদ্ধের ছবি একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেও তার পুত্র বা আত্মীয় স্বজন কেউই খোঁজ নিতে আসছে না। আত্ময়ী স্বজন বা পরিবারের লোকজনের সন্ধান না পাওয়ায় উপজেলা হাসপাতাল কৃর্তপক্ষ বিপাকে পড়েছেন। কখনো কখনো সে একাকী বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন।
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন বলেন ১০ দিন ধরে ওই রোগী কে চিকিৎসা দেওয়া হচ্ছে, এসময়ে তার কোন স্বজন কে না পাওয়া যাওয়ায় রোগীর পরিচয় জানা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি হয়তো আহত হয়ে রাস্তার ধারে পড়ে ছিলেন। সেখান থেকে কোন ব্যক্তি তুলে এনে হাসপাতালে রেখে চলে যান।