মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় থানায় মামলা 

প্রকাশ : 2022-02-09 20:17:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় থানায় মামলা 

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং ও কু-প্রস্তাব দেওয়ার ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা মুক্তার হোসেন বাদী হয়েছে এ মামলা দায়ের করেন। 

জানা যায়, উপজেলার কাশিমালা গ্রামের মুক্তার হোসেনের মেয়ে রামপুরা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে একই গ্রামের বখাটে যুবক আকাশ মন্ডল প্রায়ই মাদ্রাসায় যাওয়া আসার পথে ইভটিজিং ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত সোমবার বেলা সাড়ে ৯টায় ওই ছাত্রীর বাড়ি থেকে মাদ্রাসার গেটের সামনে পৌছিলে একই গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে বখাটে যুবক আকাশ মন্ডল (২২), সহ তার সহযোগী মাহাবুব প্রাং এর ছেলে মিলন প্রাং (২১), ওয়াহেদ আলী ছেলে রাকিব (২২), কামাল হোসেনের ছেলে মিলন হোসেন (২১), সোহাগ প্রাং এর ছেলে সাকিল প্রাং (২২) শহিদ প্রাং এর ছেলে হৃদয় (২০) ওয়ায়েজ কুরুনীর ছেলে আতিক হোসেন (২২) ওই ছাত্রীর পথরোধ করে কু-প্রস্তাব দিয়ে টানা হেঁচড়া করে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে মাদ্রাসা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও তারা মারপিট করতে উদ্যোত্ত হয়। এ সময় সভাপতি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে বখাটে যুবকরা দ্রুত পালিয়ে যায়। এছাড়া ওই ছাত্রী বাড়ি আসার পর বখাটে যুবকরা (+৮৮০৯৬৯৬৩১২৩৯৫) নাম্বার হইতে ফোন দিয়ে মামলা না করার হুমকি প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।